১১ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪১

ফরিদপুরের সেরা করদাতাকে পুরস্কার প্রদান

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সেরা করদাতাকে পুরস্কার প্রদান

২০১৫-১৬ অর্থ বছরে ফরিদপুর জেলায় সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন পরিশোধ করায় জাতীয় রাজস্ব বোর্ড মূসক (ভ্যাট) অনুবিভাগ থেকে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. হাসান। রবিবার যশোর জিলা স্কুল মাঠে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাস্টম হাউস যশোরের কমিশনার মো. বেলাল হোসাইন চৌধুরী, যশোর জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, যশোর বিজিবি ৪৯ বিজিবিএম ডাইরেক্টর কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, যশোর পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার মো. শওকাত হোসেন। অনুষ্ঠানে সেবা খাতে সর্বোচ্চ করতাদা হিসাবে ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী মো. হাসানকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। চৌধুরী হাসানের পক্ষে তার ছোট ভাই চৌধুরী মো. জিন্নাহ পুরস্কার ও ক্রেষ্ট গ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর