১১ ডিসেম্বর, ২০১৭ ২২:০৭

নেত্রকোনায় বারী সিদ্দিকীর স্মরণানুষ্ঠান

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় বারী সিদ্দিকীর স্মরণানুষ্ঠান

বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, গীতিকার ও বংশীবাদক প্রয়াত বারী সিদ্দিকী স্মরণে 'সুরের মূর্ছনায় তুমি বাঁশিওয়ালা' অনুষ্টিত হয়েছে। আজ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় বারী সিদ্দিকী রচিত এবং সুর করা গান দিয়ে স্মরণানুষ্ঠান শুরু হয়। 

জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. আাল মামুনের পরিচালনায় আলোচনা করেন, জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। বারী সিদ্দিকীকে নিয়ে স্মৃতিচারণ করেন, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, শিল্পী দুলালপত্র নবীশ প্রমুখ। 
অনুষ্ঠানে বারী সিদ্দিকীর একক গান পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এবং জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক স্বপন সরকার, রতন সরকার, শিল্পকলা একাডেমী শিশু শিল্পী কাশপিয়া তালুকদার, উদীচীর স্বস্থিকা দত্ত মাম্পি, ক্ষিদির আহমেদ সম্পদসহ শিশু একাডেমীর ক্ষুদে শিল্পীরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর