১১ ডিসেম্বর, ২০১৭ ২২:৩৩

বাগাতিপাড়ায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নাটোর প্রতিনিধি:

বাগাতিপাড়ায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

জেলার বাগাতিপাড়ায় আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন, জেলা প্রশাসক শাহিনা খাতুন। অফিস সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্টী ও শিক্ষার্থীদের জন্য আট লাখ টাকা ব্যায়ে দু’কক্ষ বিশিষ্ট একটি ভবনের উদ্বোধন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, ওসি আব্দুল্লাহ-আল-মামুন, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, বাগাতিপাড়া প্রেসক্লাব ও ক্যাব সেক্রেটারী আরিফুল ইসলাম তপু প্রমুখ। উদ্বোধনীতে দো’আ পরিচালনা করেন, উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম নূরুজ্জামান বাবলু। ভবণ উদ্বোধনের পরে জিমনেসিয়াম চত্ত্বরে একটি ঔষধি বাগান করার লক্ষে চারা গাছ রোপন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর