১২ ডিসেম্বর, ২০১৭ ১৪:৪০

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রত্যাহার ও চাল-পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। আজ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে তিন সংগঠনের যৌথ উদ্যেগে একটি বিক্ষেভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

পরে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি সংবলিত একটি স্বারকলিপি দেন নেতৃবৃন্দ। অবস্থান কর্মমূচি চলাকালে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনাইটেড কমিউনিস্ট পার্টির সদস্য সচিব নিপেন্দ্র নাথ বাড়ৈই, জেলা বাসদ সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, সাইদুর রহমানসহ অন্যান্যরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর