১২ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩০

করতোয়া নদী রক্ষায় আদালতের আদেশ বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করতোয়া নদী রক্ষায় আদালতের আদেশ বাস্তবায়নের দাবি

বগুড়া শহরের করতোয়া নদীকে দখল ও দূষণের কবল থেকে রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। এই মানববন্ধন থেকে নদী বাঁচাতে আদালতের আদেশ বাস্তবায়নের দাবিও জানানো হয়।

মঙ্গলবার বেলা ১২টায় শহরের সাতমাথায় আয়োজিত মানববন্ধনে সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বাপা'র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সনাক সভাপতি মাসুদার রহমান হেলাল, প্রগ্রেস গ্রুপের চেয়ারম্যান রোটা: মোস্তাফজার রহমান, মাহফুজ আরা মিভা, মাশিকুল ইসলাম, সৌদুল ইসলাম সৌদ প্রমুখ।

সম্প্রতি হাইকোর্ট থেকে করতোয়া নদী দখল ও দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ প্রদান করে। কিন্তু তারপরও এক শ্রেণির অসাধু চক্র করতোয়া নদী দখল অব্যাহত রেখেছে।

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর