১২ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৪

বীরগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজির ঘটনায় সংঘর্ষে আহত ৩

দিনাজপুর প্রতিনিধি:

বীরগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজির ঘটনায় সংঘর্ষে আহত ৩

দিনাজপুরের বীরগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজির সময় ব্যসায়ীদের সাথে সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।  এ ঘটনায় হাতির এক মাহুতের সহযোগীকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে দিয়েছে স্থানীয় জনতা।  এ ঘটনায় এক অটোরিক্সা চালকসহ ২ যাত্রী আহত হয়েছেন। আজ দুপুর ১টার দিকে বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় জাকিরসহ অনেকে জানায়, আজ দুপুরে ২টি হাতি নিয়ে ৬ জন লোক শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে আসে। এ সময় তারা হাতি দিয়ে বিভিন্ন দোকান হতে ২০ হতে ৪০ টাকা চাঁদা তুলতে থাকে। অনেক দোকানদার ওই পরিমাণ টাকা দিতে অস্বীকৃতি জানালে হাতি দিয়ে তাদের উপর চড়াও হয় হাতির মাহুত। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে তারা হাতি দিয়ে দোকান এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে। পরে ব্যবসায়ীরা তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে হাতির মাহুত হাতিকে দিয়ে একটি অটোরিক্সার উপর হামলা চালায়। হামলায় পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সুন্দরদিঘী গ্রামের শ্যামল দেব নাথ (৩২) নামে এক আটো চালকসহ দুই যাত্রী আহত হয়। এ ঘটনার পর এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হাতিগুলিকে ঘেরাও করে। পরিস্থিতি বেগতিক দেখে হাতি ফেলে তারা পালিয়ে যায়। পালিয়ে যাবার সময় জয়পুরহাট জেলার ধামোর উপজেলার উত্তর চক্রমোহন গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. সাইফুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে দেয় এলাকাবাসী।

শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিষদের কাজে উপজেলা সদরে থাকার কারণে সংঘর্ষের সঠিক কারণ সম্পর্কে অবহিত নই। তবে ঘটনার পর বিষয়টি বীরগঞ্জ থানা প্রশাসন অবহিত করেছে। তবে পালিয়ে যাবার সময় হাতিগুলি রেখে গেছে বলে জানতে পেরেছি। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিষদের উপস্থিত সকলকে যাবতীয় নিদের্শনা দিয়েছি। 

বীরগঞ্জ থানার এসআই প্রাণ কৃষ্ণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জেনেছি। তবে লিখিত ভাবে কোন অভিযোগ পাইনি। বিষয়টি শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিনকে অবহিত করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর