১২ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে বগুড়ায় নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে বগুড়ায় নানা কর্মসূচি

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আজ সকাল ১০ টায় একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

পুন্ড্রনগর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আলীমুন রাজীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী এবং পুন্ড্রনগর স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান শাওন।


বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর