১২ ডিসেম্বর, ২০১৭ ১৯:৫০

খাগড়াছড়িতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা

খাগড়াছড়িতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বিশ্বজিত রায় দাশ।
 
মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করা হয়। 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রতন কুমার দে জানান, আদালত মামলাটি গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(তদন্ত) আগামি ১৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দায়েরকৃত মামলায় চারজনকে স্বাক্ষী করে মোকাদ্দমার ধারা ১২৩(ক), ১২৪(ক), দণ্ড বিধির ৫০০ ধারায় এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়। 

মামলায় বলা হয়, গত ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত একটি অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তৃতায় বাংলাদেশ, বঙ্গবন্ধু ও দেশের গণতন্ত্র নিয়ে কুরুচি ও মানহানিকর কথা বলেছেন। যা দেশের সব ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তাছাড়া ইউটিউবে তার বক্তব্য দেখে ও শুনে বাদী বিশ্বজিত রায় দাশ আদালতে মামলা দায়ের করেন।

বিডি-প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর