১৩ ডিসেম্বর, ২০১৭ ১৪:০৪

নেত্রকোনা সরকারি কলেজে বারী সিদ্দিকীর শ্রদ্ধানুষ্ঠান

নেত্রকোনা প্রাতিনিধি

নেত্রকোনা সরকারি কলেজে বারী সিদ্দিকীর শ্রদ্ধানুষ্ঠান

‘শুয়া চাঁন পাখি আমার, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি….’ এমন কালজয়ী দরদী গানের ওস্তাদ প্রয়াত বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ছেন নেত্রকোনা সরকারি কলেজ। 

নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের ফোকলোর পর্ষদের উদ্যোগে বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের বাংলাবিভাগের প্রধান অধ্যাপক আফজালুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শিক্ষাবিদ যতীন সরকার। বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফার পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সিরাজুল ইসলাম, বাংলা বিভাগের বিধান মিত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. আবু সাইদ ও শাহ সুলতান ডিগ্রী কলেজের শিক্ষক কামরুজ্জামান চৌধুরী প্রমুখ।

শ্রদ্ধানুষ্ঠানে বারী সিদ্দিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঁশি বাজান উদীচীর বংশীবাধক মুখলেছুর রহমান। মনের দুঃখ মনে রইলো গানটি পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক রতন সরকার। 

শ্রদ্ধানুষ্ঠানে সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক, সামাজিক এবং জেলার সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর