১৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:০৪

নীলফামারী হানাদার মুক্ত দিবস উদযাপন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী হানাদার মুক্ত দিবস উদযাপন

নীলফামারী হানাদার মুক্ত দিবস উপলক্ষে এ জেলায় র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বুধবার সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড কার্যালয় থেকে শুরু করে বনাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে তা আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (ভারপ্রাপ্ত) মামুন ভুইয়া। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান। র‌্যালি শুরু হওয়ার আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর