১৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:৩৫

সিংড়া পৌরসভার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি:

সিংড়া পৌরসভার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন

নাটোরের সিংড়া পৌরসভায় 'তৃতীয় নগর পরচিালন ও অবকাঠামো উন্নতকিরণ (সেক্টর) প্রকল্প'র আওতায় রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। আজ প্রায় ১কোটি ২০লাখ টাকা ব্যয়ে পৌর শহরের হাঁসপুকুরয়িা ব্রিজ হইতে হাসপাতাল,দমদমা কলেজ মোড়, থানার মোড়, উপজেলা চত্বর, মাদরাসা মোড় হয়ে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন সিংড়া পৌর সভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। এসময় স্থানীয় ওর্য়াড কাউন্সলিরবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, পৌর শহরের অন্যতম প্রধান সড়ক এটি। সিংড়া হাসপাতাল,থানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে যাওয়ার জন্য প্রধান এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় ছিল। একারণে এ রাস্তায় যাতায়াতকারী সকলকে চলাচলে ব্যাপক র্দুভোগ পোহাতে হয়েছে। রাস্তাটির কার্পেটিং কাজ শেষ হলে এ রাস্তায় যাতায়াতকারী হাজারো মানুষের দুর্ভোব লাঘব হবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর