১৪ ডিসেম্বর, ২০১৭ ১০:২৬

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নোঙর করা ১০টি ফেরি স্ব স্ব গন্তব্যে যাত্রা শুরু করে। 

এর আগে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এই নৌরুটে চলাচলকারী ১৬টি ফেরিই বন্ধ রাখা হয়। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় অন্তত ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ফেরি সার্ভিস পুনরায় স্বাভাবিক হয়। ঘাট এলাকায় যে সকল যানবাহন রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা সম্ভব হবে।

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/হিমেল

সর্বশেষ খবর