১৪ ডিসেম্বর, ২০১৭ ১২:০৭

বেলকুচিতে ছাত্রলীগ-যুবলীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

বেলকুচিতে ছাত্রলীগ-যুবলীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা কার্যলয় ভাঙচুর-মেয়রকে লাঞ্চিত এবং আওয়ামী লীগ নেতার ছেলেকে মারপিটের ঘটনায় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে বেলকুচি পৌরসভার মেয়র ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সমধর্মিনী আশানুর বিশ্বাস এবং বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রামানিক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, পৌরসভায় হামলা, ভাঙচুর ও পৌর মেয়রকে লাঞ্চিত করার ঘটনায় উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ ১৫ জনকে আসামি করে পৌর মেয়র আশানুর বিশ্বাস একটি মামলা দায়ের করেছেন। 

অন্যদিকে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে বেলকুচি কলেজের সাবেক ভিপি  মেয়র আশানুর বিশ্বাসের ছেলে আনিসুর রহমান মিঠু বিশ্বাস ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল মতিনের ছেলের সাথে দ্বন্দ্ব ও মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় আওয়ামীলীগ নেতা মতিন বাদী হয়ে সাবেক ভিপি মিঠুসহ ১৫ জনের নামে মামলা দায়ের করেছে। 

 

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর