শিরোনাম
১৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:১৪

নাটোরে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু

নাটোর প্রতিনিধি

নাটোরে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের যাত্রা শুরু

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গাড়িষাপাড়া মহল্লায় ‘শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র শাহনেওয়াজ আলী ওই বিদ্যালয়ের উদ্বোধন করেন। ঝরেপড়া, পথ শিশুরা পড়ালেখার সুযোগ পাবে বিদ্যালয়টিতে।

আয়োজক সূত্রে জানা গেছে, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়টি ১০ কাঠা জায়গার ওপর দুইটি টিনশেড ঘরে পাঠদান কার্যক্রম শুরু হবে নতুন বছরের প্রথম দিন থেকে। ১২০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন চারজন।

বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে এক সুধীসমাবেশর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এমদাদুল হক ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

বক্তব্য রাখেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন শাহ, স্থানীয় পৌর কাউন্সিলর মো. সামছুর রহমান, গোলাপ তালুকদার ও পৌরস্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. মাসুদ সরকার ও প্রধান শিক্ষক মো. রাশেদ নিজাম প্রমুখ।

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর