১৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৪

বিদ্যুৎ অফিস স্থানান্তরের প্রতিবাদে ঘোড়াঘাটবাসীর বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

বিদ্যুৎ অফিস স্থানান্তরের প্রতিবাদে
ঘোড়াঘাটবাসীর বিক্ষোভ

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রানীগঞ্জ জোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে ঘোড়াঘাট উপজেলার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।

জোনাল অফিস স্থানান্তর প্রতিরোধ কমিটির ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন রানীগঞ্জ জোনাল অফিস অন্যত্র (ডুগডুগির হাটে) স্থানান্তরের প্রতিবাদ জানানো হয়। এসময় রানীগঞ্জ সড়কে মানববন্ধন চলাকালে সাধারণ মানুষ আধাঘণ্টা রাস্তা অবরোধ করে।

এসময় বক্তারা বলেন, রানীগঞ্জ জোনাল অফিসটি অন্যত্র নিয়ে গেলে কৃষকদের সবচেয়ে দুর্ভোগে পড়তে হবে। পল্লী বিদ্যুৎ সমিতি স্থানান্তরের সিদ্বান্ত প্রত্যাহার না করলে আগামী ১ জানুয়ারি থেকে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন এলাকাবাসী।

বক্তব্য দেন সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, বুলাকীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবুল, আমজাদ হোসেন প্রমুখ।

এ মানববন্ধনে ঘোড়াঘাট উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর