১৪ ডিসেম্বর, ২০১৭ ২২:০২

গোদাগাড়ীতে ভেজাল ওষুধ বিক্রির দায়ে ২ জনের করাদণ্ড

অনলাইন ডেস্ক

গোদাগাড়ীতে ভেজাল ওষুধ বিক্রির দায়ে ২ জনের করাদণ্ড

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল ও ভেজাল যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ীতে দুই ব্যবসায়ীকে এক বছরের করাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রম্যমাণ আদালত।

এ ব্যাপারে রাজশাহী র‌্যাব-৫ এর এসপি নজরুল ইসলাম জানান, বিকেলে উপজেলার উপজেলা কাঁকনহাট বাজারে অভিযান চালিয়ে নকল ও ভেজাল দেশি-বিদেশি যৌন উত্তেজক ওষুধ বেচার দায়ে তাদের দুজনকে আটক করা হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক বছরের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ বলেন, আটক দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন-৪৩ ও ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিয়াপাড়া গ্রামের মনিরুল ইসলাম মিনু (৫৪) ও মোজাম্মেল হক মিঠু (৩৫)।

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর