১৫ ডিসেম্বর, ২০১৭ ০৫:০০

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজলায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার মসজিদে নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করেম এশার নামাজ শেষে বালুয়াকাদি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন জাহর আলী (৭০), তার স্ত্রী সাফিয়া  বেগম (৫৫), মা ফাতেমা (৩৩), ছেলে আল-আমিন (২৪), ভাতিজা ইমরান (২৭) , প্রতিবেশী রোকসানা (৩৫), আরিফ (২৭), ফয়সাল (৩০)। আহতদের মধ্যে জাহর আলীকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।

ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানান, কুটিবাড়ী মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে নামাজের কাতার সোজা করা নিয়ে দুই প্রতিবেশী জাহর আলী ও জহির উল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নামাজ শেষে জহির উল্লাহ গ্রুপের ১০/১২ জন জাহর আলীর বাড়িতে হামলা চালান। এসময় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন-অর-রশীদ বলেন, ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। দুই পক্ষের কেউ লিখিত অভিযোগ দেয়নি।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর