১৫ ডিসেম্বর, ২০১৭ ১১:৪৬

রায়পুরে কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রায়পুরে কালভার্ট ভেঙ্গে যান চলাচল বন্ধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কালভার্ট ভেঙ্গে যাওয়ায় গত ৪ দিন যাবত যান চলাচল বন্ধ রয়েছে। কার্লভাটটি মেরামতের জন্য কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ না করায় জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছেন বলে এলাকাবাসী।

প্রায় ১০ বছর আগে সংস্কার করা ঝুঁকিপূর্ণ কার্লভাটটি গত মঙ্গলবারে ভেঙ্গে পড়ায় চারদিন যাবত যান চলাচল বন্ধ রয়েছে। 

উপজেলার বামনী ইউনিয়নের বাংলাবাজার-সর্দার বাড়ী-সাইচা-খায়েরহাটের প্রায় ৮ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কের উপর দিয়ে ছোট-বড় যান চলাচলসহ একটি কলেজ ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। এতে সকল প্রকার যান চলাচল বন্ধসহ গ্রামবাসীরা দুর্ভোগে পড়েছে।

বামনী ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, কার্লভাটটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগের বিষয়টি এলজিইডি প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আক্তার হোসেন ভূঁইয়া জানান, ভাঙ্গা কার্লভাটটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডিপ্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর