১৫ ডিসেম্বর, ২০১৭ ১৪:৫১

নেত্রকোনায় প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলন

প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বেতন-স্কেল নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোটের নেত্রকোনা শাখা।

শুক্রবার বেলা ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলার প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সামনে এক দফা দাবি উত্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহাজোটের আহবায়ক মোহাম্মদ আবু জাহিদ দুলদুল। বক্তব্যে বেতন বৈষম্য তুলে ধরে বলেন, মাত্র ১৫ ভাগ সহকারি শিক্ষক চাকুরি জীবনে পদোন্নতি পান। সেটাও আবার স্ব-বেতনে। এই কারণে মেধাবীরা এই পেশায় আসতে চায় না এবং আসলেও থাকতে চায় না। এসময় মহাজোটের নেতারা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে ন্যায্য দাবি আদায়ে সহযোগিতা কামনা করেন।

বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর