১৫ ডিসেম্বর, ২০১৭ ১৭:০৯

ফাঁদে আটকা গন্ধগোকুল ইকোপার্কে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ফাঁদে আটকা গন্ধগোকুল ইকোপার্কে অবমুক্ত

খাবার সংকট প্রকট আকার ধারন করায় প্রায়ই লোকালয়ে হানা দিয়ে মুরগি, কবুতর খেয়ে ফেলে গন্ধগোকুল। তাই ধরার জন্য লোহার ফাদ তৈরি করেন অনেকে।
এরকম ফাঁদে একটি গন্ধগোকুল ধরা পড়ে সিলেটের ওসমানীনগর উপজেলার আহমদনগর গ্রামে। আটকা পড়া গন্ধগোকুলটি যখন গ্রামের মানুষ মেরে ফেলার প্রস্তুতি নেন তখন খবর পেয়ে সেখানে ছুটে যান পরিবেশবাদী সংগঠন প্রাধিকার ও ভূমিসন্তানের কর্মীরা।
শুক্রবার সকালে প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী ও ভূমিসন্তানের সমন্বয়কারী আশরাফুল কবীর গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে আসেন। বিকেলে সেটি সিলেট নগরীর টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর