১৬ ডিসেম্বর, ২০১৭ ০৯:২১

লক্ষ্মীপুরে শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে শ্রদ্ধা ভালোবাসায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ

লক্ষ্মীপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছেন জেলাবাসী। আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৬টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার কাজল কান্তি দাস প্রমুখ।

সকাল ৬টা ৪৫ মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এ ছাড়াও জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শনীসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে লক্ষ্মীপুরের মানুষ।

বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর