১৬ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪০

নৌমন্ত্রীর ভগ্নিপতি মুক্তিযোদ্ধা এমএ কাদের আর নেই

মাদারীপুর প্রতিনিধি

নৌমন্ত্রীর ভগ্নিপতি মুক্তিযোদ্ধা এমএ কাদের আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাদারীপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বড় ভগ্নিপতি অ্যাডভোকেট এম. এ কাদের ইন্তেকাল করেছেন। শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ৫ মেয়েসহ নাতি-নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মাদারীপুরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অ্যাডভোকেট এমএ কাদেরের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

ঢাকায় মরহুমের প্রথম জানাজা শেষে মাদারীপুর পৌরসভা ঈদগাঁহ ময়দানে শনিবার বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আছর কালকিনি ঈদগাঁহ ময়দানে তৃতীয় জানাজা শেষে পাঙ্গাশিয়ার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।   

অ্যাড. এমএ কাদের মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, আইনজীবী ও দক্ষ সংগঠক। 

বিডি প্রতিদন/১৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর