১৬ ডিসেম্বর, ২০১৭ ১৮:০৭

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি স্বল্পতা ও অতিরিক্ত যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে অপেক্ষায় থাকা যাত্রী এবং শ্রমিকরা।  

বিআইডব্লিউটিসি'র সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, কয়েকটি ফেরি যান্ত্রিক ত্রুটির জন্য মেরামতে রয়েছে। সচল থাকা ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের কাজ করতে হচ্ছে। 

পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাসসহ কয়েকশত যানবাহন। রাতে যদি অন্য কোন ধরনের সমস্যা না হয় তাহলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে। 

এদিকে, ফেরিতে যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও পণ্যবাহী গাড়ির সংখ্য ক্রমশ বাড়ছে। যানজটে আটকে পড়া যাত্রী, পরিবহন মালিক-শ্রমিকসহ ঘাট সংশ্লিষ্টরা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিডি প্রতিদিন/১৬ডিসেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর