১৭ ডিসেম্বর, ২০১৭ ০১:৩৫

পিরোজপুরে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

প্রতীকী ছবি

বিজয় দিবসের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলায় যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

জানা যায় , বিজয় দিবস উপলক্ষে এক গ্রুপের টানানো ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে শনিবার সকালে কাউখালি উপজেলা যুবলীগের দুই পক্ষের নেতকর্মীদের মধ্যে বাক-বিতন্ডতা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় গ্রুপের মধ্যে লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়। 

এ ঘটনায় উপজেলা আওয়ামী মৎসজীবি লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, মুজিব সেনার সাধারন সম্পাদক শান্ত খন্দকারসহ ৫জন আহত হয়েছে।

এ ঘটনা নিয়ে  স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের একাংশ। 

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান পল্টন বলেন, ১৬ই ডিসেম্বরের বিজয় দিবস অনুষ্ঠানের স্থলে টানানো স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ব্যানার মুজিবসেনা নামধারী সংগঠনের সালাউদ্দিনসহ তিনজন মিলে ছিঁড়ে পদদলিত করে এ সময় ছাত্রলীগের কর্মীবৃন্দ তাদেরকে হাতে নাতে ধরে পুলিশে দেয় । 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইউম, মনিরুজ্জামান তালুকদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন , সুনীল কুন্ডু, সদর ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রশিদ মিল্টন, অধ্যক্ষ অলোক কর্মকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তবে এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মুঠোফোনে জানান, এমন কোন ঘটনা ঘটেনি তাই আটকের কোন প্রশ্নই আসে না। এটা তাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর