১৭ ডিসেম্বর, ২০১৭ ১২:২৬

কিশোরগঞ্জে চার লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে চার লাখ ৫৮ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে কিশোরগঞ্জ জেলায় চার লাখ ৫৮ হাজার ৭৯৫ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫২ হাজার ৩৯৬ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৬ হাজার ৪২৬ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলার ১৩ টি উপজেলায় দুই হাজার ৯২৬ টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
এ সময় জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. রৌশন আক্তার জাহান, মেডিকেল অফিসার ডা. মাজহারুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর