১৭ ডিসেম্বর, ২০১৭ ১৪:০৬

নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্সের দাবিতে মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্সের দাবিতে মিছিল

প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিক্সার লাইসেন্স দেওয়ার দাবিতে বরিশালে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ফের অশ্বিনী কুমার হল চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতির সভাপতি রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শাহজাহান মিস্ত্রি, জেলা বাসদ সংগঠক ও ব্যাটারী চালিত রিক্সা মালিক সমিতির উপদেস্টা ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রিয় নেতা ইমরান হাবিব রুমন প্রমুখ। 

বক্তারা বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। 

মানববন্ধন শেষে নগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় নেতৃবৃন্দ একই দাবিতে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেন।

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর