১৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:০০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের দাফন সম্পন্ন

শেষ ইচ্ছানুযায়ী মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের কল্লরপাড় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রবিবার বিকেল ৪টার দিকে পূর্বভাগ এসইএসডিপি মডেল হাই স্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে নৌবাহিনীর হেলিকপ্টারে করে মন্ত্রীর মরদেহ উপজেলা সদরে নেওয়া হয়। সেখানে দুপুর ১টার দিকে সদরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর সকাল ৮টা ৩৯ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর