১৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৩

বিজয় দিবসে চুয়াডাঙ্গায় নারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

বিজয় দিবসে চুয়াডাঙ্গায় নারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গায় নারীদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার সকালে এ প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে শতাধিক নারী অংশগ্রহণ করেন। পরে বেলা ১টায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা। 

পুরষ্কার বিতরণের সময় সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তাতে দেশের নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। কষ্টার্জিত এ স্বাধীনতা রক্ষায় জীবনের প্রতিটি ক্ষেত্রেই নারীদের সংগ্রাম করতে হয়। আজকে যারা বিজয়ী হয়েছেন, তাদের কষ্টার্জিত বিজয়কে প্রতীকী হিসেবে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা লীগ নেত্রী শেফালী খাতুন, রাফিয়া বেগম, সংস্থার প্রশিক্ষক আজমিরা হক, রাশিদা বেগম, শিউলী বেগম প্রমুখ।

 

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর