১৭ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৮

যুব গেমস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি

দিনাজপুর প্রতিনিধি:

যুব গেমস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’-এর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

১৮ ডিসেম্বর থেকে দিনাজপুরে অনুর্ধ্ব-১৭ এর প্রথম রাউন্ডে দলীয় পর্যায়ে হকি, বাস্কেট বল, কাবাডি ও একক পর্যায়ে বক্সিং, কুস্তি, তায়কোয়ান্ডো, শুটিং খেলা অনুষ্ঠিত হবে। এতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবেন।

রবিবার সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত জেলা ক্রীড়া পল্লী র‌্যালিটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ক্রীড়া পল্লীতে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রাব্বি, দিনাজপুর বিকেএসপি’র পরিচালক শামিমা আক্তার মিমু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, আনিস হোসেন দুলাল, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, আনোয়ারুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ-খেলোয়াড়বৃন্দ অংশ নেন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর