১৭ ডিসেম্বর, ২০১৭ ১৯:৪০

নাটোরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল খাদিজা

নাটোর প্রতিনিধি:

নাটোরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল খাদিজা

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে কলেজছাত্রী খাদিজা খাতুন (১৭)। খাদিজা উপজেলার ওয়ালিয়া পশ্চিম কারিকর পাড়ার গ্রামের খাদেম আলীর মেয়ে ও ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্রী। 

আজ বিকেলে খাদিজার ইচ্ছার বিরুদ্ধে তার পরিবার তাকে বিয়ে দিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম খাদিজার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। খাদিজার ইচ্ছার বিরুদ্ধে বাবা-মা তাকে বিয়ে দিচ্ছেন এমন স্বীকারউক্তি দিলে বাল্য বিয়েটি বন্ধ করেন। 
পরে তার বাবা-মা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবেনে এই মর্মে মুচলেকা দেন। 

এসময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান, ওয়ালিয়া ৪নং ওয়ার্ড সদস্য আমির হোসেন, সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ। 

 


বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর