১৭ ডিসেম্বর, ২০১৭ ২১:১৫

উল্লাপাড়ায় ২৮শ' পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

উল্লাপাড়ায় ২৮শ' পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ

আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ঘরে ঘরে বিদ্যুাতের কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ৩৬টি গ্রামের ২৮শ' পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে। রবিবার সন্ধ্যার আগে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার নাইমুড়ী বাজার এলাকায় সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। 

এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিগত ৩৮ বছরেও কোন সরকার এতো উন্নয়ন করতে পারেনি। শুধু শহরে নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে লুটপাট হয়। আর বিদেশী দেশের টাকা পাচার হয়।

সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশার সভাপতিতে সমাবেশে সরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর জেনারেল ম্যানেজার হাসান আহম্মেদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরকার বক্তব্য রাখেন। 


বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর