১৮ ডিসেম্বর, ২০১৭ ১২:২১

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সোমবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো. কলিমউল্লাহ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মিজানুর রহমান।

বক্তারা অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সর্বাত্মক অভিবাসন নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর