১৮ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৫

রাঙামাটিতে মঙ্গলবার অর্ধদিবস হরতাল

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে মঙ্গলবার অর্ধদিবস হরতাল

ইউপিডিএফের স্থানীয় সংগঠক অনল বিকাশ চাকমা ওরফে লক্ষীকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে অর্ধদিবস হরতাল পালন করবে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।
সম্প্রতি নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি সদস্য সচিব সেন্টু চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক জ্যোতি লাল চাকমা এ হরতাল কর্মসূচী ঘোষণা করেন।
এসময় বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, নব্য মুখোশ বাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমা বর্মার নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা এলাকায় ধামাই ছড়ার মৌনপাড়া নামক গ্রামে শুক্রবার দিবাগত রাতে ইউপিডিএফ’র স্থানীয় সংগঠক অনল বিকাশ চাকমা (লক্ষী)’কে ঘুম থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের প্রতিবাদের এ হরতাল কর্মসূচী পালন করা হচ্ছে।
অভিযোগ উঠেছে, গত ১৬ ডিসেম্বর শনিবার ভোর রাতে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গার ধামাইছড়ার মৌন পাড়ায় ইউপিডিএফের দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় বন্দুভাঙ্গা ইউনিয়ন শাখার ইউপিডিএফের স্থানীয় সংগঠক অনল বিকাশ চাকমা ওরফে লক্ষী চাকমা নিহত হয়। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ইউপিডিএফর একাংশ নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের শাখার সংগঠক নাম অনল বিকাশ চাকমা নিহতের ঘটনায় নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি রাঙামাটিতে আধা বেলা হরতাল কর্মসূচীর ডাক দিয়েছে শুনেছি। এ বিষয়ে সঠিক কোন তথ্য জানি না। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থারে আছে পুলিশ।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাঙামাটির নানিয়ারচরে উপজেলায় ইউপিডিএফের দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের একাংশের নেতা অনাধি রঞ্জন চাকমা নিহত। এ ঘটনার ১০ দিন পর ইউপিডিএফের আরেক নেতা অনল বিকাশ চাকমা নিহত হল।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর