১৮ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪৮

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা ভিক্তিক নাটক 'চারদিকে যুদ্ধ' মঞ্চায়ন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:

কলাপাড়ায় মুক্তিযোদ্ধা ভিক্তিক নাটক 'চারদিকে যুদ্ধ' মঞ্চায়ন

পটুয়াখালীর কলাপাড়ায় মঞ্চায়ন করা হয়েছে মুক্তিযোদ্ধা ভিক্তিক নাটক “চারদিকে যুদ্ধ”। রবিবার রাতে উপজেলা বাউল সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পৌর শহরের মিনি মার্কেট চত্বরের উন্মক্ত মঞ্চে এ নাটকটি অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নাট্যাকার আব্দুল্লাহ্ আল মামুনের রচনায় এ নাটকটি স্থানীয় নাট্যশিল্পী স্বজল কর্মকার পরিচালনা করে। 

“চারদিকে যুদ্ধ” নামক নাটকটি দেখতে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ অসংখ্য দর্শক শ্রোতা গভীর রাত পর্যন্ত উপস্থিত ছিলেন। উপজেলা বাউল সংঘের সাধারণ সম্পাদক মো. শামিম বেপারী জানান, ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনে নাটকটি মঞ্চায়ন মাধ্যমে ফের চাঙ্গা হয়ে উঠেছে। সমাজের অসংগতি দূর করতে নাটকের বিকল্প নাই। তবে দীর্ঘ এক মাস নাটকের মহড়া শেষে সবার সম্মিলীত প্রচেষ্টায় নাটকটি মঞ্চায়ন করা সম্ভব হয়েছে। 

বাউল সংঘের সভাপতি মো.গোলাম মস্তফা জানান, এক সময় এ উপজেলায় সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন  সময় মঞ্চ নাটক মঞ্চায়ন করতো। কিন্তু পৃষ্টপোষকতার অভাবে কালের বিবর্তনে তা হারিয়ে যেতে বসেছে। আমরা সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর