১৮ ডিসেম্বর, ২০১৭ ১৯:০২

বরিশালে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

বাংলাদেশ যুব গেমস ২০১৭-২০১৮ এর বরিশালে জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে। আজ নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। 

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নুরুল আলম নুরুর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি মো. শাহ আলম। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন খেলোয়ার অন্বেষনের জন্য বাংলাদেশ যুব গেমস প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীতায় ফুটবল, কাবাডি, জুডু, আর্চারী, সাঁতার, এ্যাথলেটিকস ও দাবা মিলিয়ে ৮টি ইভেন্ট রয়েছে। জেলা পর্যায়ে এই প্রতিযোগীতা শেষে বিজয়ী দলগুলো বিভাগীয় পর্যায় খেলবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে অংশ নেবে। বরিশাল স্টেডিয়ামে জেলার ১০ উপজেলার এক হাজার প্রতিযোগী অংশ নেবে। 

উদ্বোধনী ম্যাচে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা ফুটবল দল পরস্পরের মোকাবেলা করে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর