১৮ ডিসেম্বর, ২০১৭ ১৯:১৩

বরিশালে মন্দিরের গেট ভেঙে প্রতিমার অলংকার চুরি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে মন্দিরের গেট ভেঙে প্রতিমার অলংকার চুরি

বরিশালে মন্দিরের গেট ও তালা ভেঙে প্রতিমার স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। নগরীর কালীবাড়ি রোডের প্রাচীন শ্রী শ্রী পাষাণময়ী কালিমাতার মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। আজ পুরোহিত দুলাল ভট্টাচার্য্য মন্দিরের পশ্চিম পাশের গেট ভাঙা দেখে কোতয়ালী মডেল থানায় খবর দেন।

মন্দির কমিটির সভাপতি বিজয় কৃঞ্চ দে জানিয়েছেন, মন্দিরের সিসি ক্যামেরায় দেখা গেছে কতিপয় দুর্বৃত্ত প্রথমে পশ্চিম পাশের গেটে এসে সিসি ক্যামেরা দেখতে পায়। পরে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে গেট ভেঙ্গে কালী প্রতিমার রূপার চূড়া, হাতের রূপার খড়গ, সোনার চেইন ৩টি, রূপার চেইন ২টি, সোনার চোখ ৬টি, রূপার বালা ৪টি, কপালের টিপ ১টি ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. মামুন হোসেন জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর