Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০১৮ ১৫:০৬ অনলাইন ভার্সন
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৮ ১৫:৪৩
পুত্র সন্তানের বাবা হলেন তাইজুল
অনলাইন ডেস্ক
পুত্র সন্তানের বাবা হলেন তাইজুল
সংগৃহীত ছবি

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার তাইজুল ইসলাম। বৃহস্পতিবার রাতে ছেলেকে সঙ্গে নিয়ে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুক পেইজে আপলোড করেছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।' 

আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে থাকলেও মূল দলে জায়গা পাননি তাইজুল ইসলাম। তাতে কী? এরই মধ্যে তিনি পেয়েছেন সুখবর। তার ঘর আলোকিত হয়ে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। 

বাংলাদেশ জাতীয় দলের এই স্পিনার তার টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৬ ম্যাচে অংশ নিয়ে ৫৪টি উইকেট পেয়েছেন। সেরা বোলিং ফিগার ৮/৩৯। আর ওয়ানডেতে চার ম্যাচ খেলে নিয়েছেন পাঁচটি উইকেট। সেরা বোলিং ফিগার ৪/১১।

বিপিএলের পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তাইজুল ইসলাম। সিলেটের হয়ে ৮ ম্যাচ খেলে ৫ উইকেট লাভ করেন তিনি। সেরা বোলিং ফিগার ৩/১৯।

বিডি প্রতিদিন/১২ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow