Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জানুয়ারি, ২০১৮ ১৭:৪০ অনলাইন ভার্সন
খালের কচুরিপানার মধ্য থেকে জীবিত শিশু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
খালের কচুরিপানার মধ্য থেকে জীবিত শিশু উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার এলাকার বাটাজোর-আগরপুর খালের মধ্যে কচুরিপানার ভেতর থেকে এক বছর বয়সী একটি শিশুকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে এক পথচারী।

শুক্রবার দুপুরে খালের মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করেন মনির ফকির নামে এক ব্যক্তি।

মনির ফকির জানান, তিনি শুক্রবার দুপুরে ওই স্থান থেকে হেঁটে যাওয়ার সময় কচুরিপানার মধ্য থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি প্রথমে বিশ্বাস না হওয়ায় দাঁড়িয়ে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে তা শোনার চেষ্টা করেন তিনি। তখন তিনি বুঝতে পারেন কচুরিপানার মধ্য থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। সাথে সাথে লাফিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি থানার ওসিকে অবহিত করা হয়েছে। শিশুটিকে আপাতত উদ্ধারকারী মনিরের জিম্মায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow