১৬ জানুয়ারি, ২০১৮ ১৫:১০

চাকরি স্থায়ীকরণের দাবিতে সিরাজগঞ্জে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

সিরাজগঞ্জ প্রতিনিধি:

চাকরি স্থায়ীকরণের দাবিতে সিরাজগঞ্জে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি পালন করছে।  আজ সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের সামনে এ কর্মসূচি পালন করছে। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সিএইচসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম রানা, রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ইমাম হাসান, জেলা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক সিফাত আহমেদ, সদর কমিটির সভাপতি বেনজামিম শাকিল, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, যুগ্ম-সম্পাদক সঞ্জয় কুমার, উল্লাপাড়ার উপজেলার সভাপতি সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলার বদিউজ্জামান প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ২০১১ সালে কমিউনিটি ক্লিনিকে দেশের ১৪ হাজার সিএইচসিপি নিয়োগ পায়। শুরু থেকেই চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়। দাবি পূরণ না হওয়ায় সিএইচসিপিরা হাইকোর্টের দ্বারস্ত হয়। হাইকোর্ট চাকরি স্থায়ীকরণের জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রায় প্রদান করলেও এখনো সরকার বাস্তবায়ন করছে না। এ অবস্থায় সিএইচসিপিরা অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেয়া হয়। অন্যদিকে, অবস্থান ধর্মঘট করায় জেলার সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা বিঘ্ন ঘটেছে। রোগীরা ওষুধ নিতে এসে ক্লিনিক বন্ধ থাকায় ফিরে যায়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর