১৬ জানুয়ারি, ২০১৮ ১৬:০৩

নীলফামারীতে শিক্ষা ও অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শিক্ষা ও অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত

গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ও অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। মঙ্গলবার জেলা শহরের শিল্পকলা অডিটোরিয়ামে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী জেলা সমিতি। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, নীলফামারী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহের বানু, সচেতন নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ ও সহ প্রচার সম্পাদক স্নিগ্ধা রায় সমাপ্তি। 

উদ্বোধনী অনুষ্ঠানের পর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় বর্তমান চাহিদা অনুপ্রেরণামূলক শিক্ষা ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। 

এতে বক্তব্য দেন সমিতির প্রাক্তণ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রামেন্দ্র বর্ধন বাপ্পী, অধ্যাপক ইলিয়াস হোসেন, নীলফামারী সরকারী কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক ওয়াহেদুল হক, সমিতির সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের ছাত্র মৃত্যুঞ্জয় রায়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারী জেলা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, এবার নিয়ে নীলফামারীতে অনুপ্রেরণামুলক সেমিনার তৃতীয়বারের মত অনুষ্ঠিত হলো। আগামীতে এ রকম সেমিনারের আয়োজন করা হবে বলে জানান জাহাঙ্গীর।  


বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর