১৬ জানুয়ারি, ২০১৮ ১৮:১৮

চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ায় সিএইচসিপি কর্মীদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ায় সিএইচসিপি কর্মীদের কর্মসূচি

বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন বগুড়া জেলা শাখা চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে  আজ অবস্থান কর্মসূচি পালন করে। সিএইচসিপি রাজশাহী বিভাগীয় কমিটির সিদ্ধান্তে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছের বগুড়া জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান পয়েন্ট।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার সকল উপজেলার সিএইচসিপি’র কর্মীরা অংশ নেয়। অবস্থান কর্মসূচিতে বক্তরা চাকরি জাতীয়করণের জন্য দাবি জানান প্রধানমন্ত্রী বরাবর।  চাকরি জাতীয়করণ করা না হলে অচিরেই ঢাকামুখী কঠিন কর্মসূচি দেয়া হবে বলেও বক্তরা উল্লেখ করেন। অবস্থান কর্মসূচিতে সিএইচসিপি এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় আবদুল কুদ্দুস আলী পলাশ, ইসরাইল হোসেন, রাশেদুল হক, সুলতান মাহমুদ, ওমর ফারুক, আবু জাহিদ, মোফাজ্জেল হোসেন, মাসুদ রানা, সিরাজুম মনিরা, সোরাইয়া আক্তার, আবু রায়হান, আবু সুফিয়ান, জিয়াউর রহমান, রফিকুল বারী, মাহবুবা মোস্তারি, রবিউল ইসলাম, মাসুম আক্তার, খাদেমুল ইসলাম, আব্দুর রহিম, জান্নাতি খাতুন সহ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অবস্থান কর্মসূচিতে বক্তরা আরও বলেন, দেশের বর্তমানে সরকারের অধিনে সকল প্রকল্প ও বেসরকারি প্রতিষ্ঠান জাতিয়করণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিএইচসিপিতে চাকরিরতদের জাতীয়করণ করার দাবি জানাচ্ছে বলে জানান। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর