১৬ জানুয়ারি, ২০১৮ ২০:০৯

ঝালকাঠিতে কুপিয়ে টাকা ছিনতাইকালে আটক ১

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে কুপিয়ে টাকা ছিনতাইকালে আটক ১

প্রতীকী ছবি

ঝালকাঠিতে দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মাহতাবকে কুপিয়ে দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় টাকাসহ হাতে নাতে আকবর নামের এক যুবককে স্থানীয়রা আটক করেছে। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। মঙ্গলবার দুপুর ১২টায় পশ্চিম ঝালকাঠির যুব উন্নয়ন অধিদপ্তরের পিছনে এ ঘটনা ঘটে। 

আটককৃত আকবর পশ্চিম ঝালকাঠির আনোয়ার হোসেনের ছেলে। 

ঝালকাঠি হাসাতালে চিকিৎসাধীন আহত মাহতাব জানান, গ্রামীণ ব্যাংকের নির্ধারিত কিস্তির টাকা তুলে আনার সময় ওই স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী মাদকাসক্ত আকবর হাতে চাকু নিয়ে মাহতাবের পথরোধ করে তার সাথে থাকা ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে মাহতাবকে হত্যার উদ্দেশে আকবর কুপিয়ে জখম করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাহতাবের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আকবরকে ধরে ফেলে পুলিশের কাছে দেয়। 

এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নজরুল নিশ্চিত করেছেন। ঝালকাঠি সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, তদন্ত করে অভিযোগ নেয়া হবে। 


বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর