১৬ জানুয়ারি, ২০১৮ ২০:৪৮

বগুড়ায় চালকলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় চালকলে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি চালকলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরে শেরপুর উপজেলার দুবলা গাড়ি এলাকার সিনু অটোরাইচ মিল ও সোনার মদিনা অটো রাইচ মিলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। পরিচালনাকালে আদালত দেখতে পায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল ভরা হচ্ছিল। নিয়ম ভঙ্গ করার অপরাধে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল দুটি মিলের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ এর ধারায় এই জরিমানা দণ্ড প্রদান করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল জানান, নিয়মমাফিক পাটের বস্তায় চাল সরবরাহ করতে হবে। কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর এমন প্লাস্টিকের বস্তায় চাল ভরে বাজারজাত করছিল। এর আগেও ওই দুটি মিলে অভিযান পরিচালনা করে আইন মানার বিষয়ে বলা হয়। তারপওর না করায় এতে তাদের জরিমানা প্রদান করা হয়। 

এই অভিযানে জেলার পাট অধিদপ্তরের মূখ্য পাট পরিদর্শক সোহেল রানা, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর