১৭ জানুয়ারি, ২০১৮ ১৯:১২
৪ জেলেকে অর্থদণ্ড

খুলনায় বিপুল পরিমান কারেন্ট জাল বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় বিপুল পরিমান কারেন্ট জাল বিনষ্ট

খুলনায় রূপসা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল (মিহি জাল) দিয়ে মাছ ধরার সময় ৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড ও প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়।
বুধবার সন্ধ্যায় রূপসা উপজেলা নির্বাহি কর্মকর্তা ইলিয়াছুর রহমান ৪ জেলেকে এই অর্থদণ্ড প্রদান করেন।
মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, রূপসা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় ইন্দ্রজিত বিশ্বাস (৪০), গোলক বিশ্বাস (৩৫), আবুল (৪০) ও তুষার (২৫) কে আটক করা হয়। তাদের বাড়ি বটিয়াঘাটার খারাবাদ বাইনতলা এলাকায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক হাজার টাকা অর্থদণ্ড করা হয় ও উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর