১৮ জানুয়ারি, ২০১৮ ১৬:৫২

'পার্বত্যাঞ্চলে নির্মাণ করা হচ্ছে সীমান্ত সড়ক'

রাঙামাটি প্রতিনিধি

'পার্বত্যাঞ্চলে নির্মাণ করা হচ্ছে সীমান্ত সড়ক'

সরকারের নির্দেশে বিজিবি পার্বত্যাঞ্চলে সীমান্ত সড়ক নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। রাঙামাটির প্রত্যন্ত ও দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির সদস্যরা জঙ্গল পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রমের জন্য বিজিবিকে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পার্বত্যাঞ্চলের সীমান্ত প্রহরায় নতুন বিওপি পোস্ট স্থাপন করা হচ্ছে।

রাঙামাটি সেক্টর কমান্ডার মোহাম্মদ পাভেল আকরাম বৃহস্পতিবার দুপুরে ১৯বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান।

সম্মেলন কক্ষে আরও ছিলেন ১৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ড. শামসুল আরেফিন, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ড. মোহাম্মদ অসিউর রহমান ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল শিকদার।

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর