১৮ জানুয়ারি, ২০১৮ ১৭:২৫

দিনাজপুরে গৃহবধূ লিমা হত্যায় জড়িতদের শাস্তির দাবি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে গৃহবধূ লিমা হত্যায় জড়িতদের শাস্তির দাবি

দিনাজপুরে গৃহবধূ লিমা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাহেবগঞ্জ হাটখোলা এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে অচল হয়ে পড়ে পুরো এলাকা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ হয়ে গেলে রাস্তার দু’ধারে আটকা পড়ে শত শত যানবাহন। 

মানববন্ধন থেকে এলাকাবাসী দাবি জানান, অবিলম্বে মোছা. লিমা আক্তারের হত্যাকারী মো. মঞ্জুরুল ইসলাম বাবলাসহ সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। 

এলাকাবাসী অভিযোগ করে বলেন, সদর উপজেলার কাউগাঁর সাহেবগঞ্জ হাটখোলা এলাকার লিয়াকত আলীর কন্যা মোছা. লিমা আক্তারকে তার স্বামী মঞ্জুুরুল ইসলাম বাবলা তার শেখপুরাস্থ বাড়িতে গত ১০ জানুয়ারি শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এলাকাবাসী বাবলাসহ কয়েকজনের নামে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ প্রদান করে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামি বাবলাকে আটক করলেও অদৃশ্য কারণে পরের দিন ছেড়ে দেয়। ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। পরে আদালতের মাধ্যমে মামলা হলেও এখনও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করছে। 

এজন্য মানববন্ধনের মাধ্যমে আগামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলেও মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন। 

মানববন্ধনে সদরের শশরা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনাপ, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সামসুল হক, ইউপি মেম্বার খলিলুর রহমান, ডা. সামসুল হুদা, লিয়াকত আলীসহ ৫ শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।

উল্লেখ্য, প্রায় ৯ মাস আগে লিমা ও মঞ্জুরুলের বিবাহ হয়। এরপর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দেয় মঞ্জুরুল। অভাবী বাবার দিকে তাকিয়ে লিমা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করেন। এতে লিমার উপর নির্যাতন চালাতে শুরু করে স্বামী। একপর্যায়ে গত ১০ জানুয়ারি ওই গৃহবধু লিমার মৃত্যু ঘটে বলে অভিযোগ উঠেছে।

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর