১৯ জানুয়ারি, ২০১৮ ১২:৪১

শীতে আগুন পোহাতে গিয়ে আরও ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

শীতে আগুন পোহাতে গিয়ে আরও ৩ জনের মৃত্যু

তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে রংপুর অঞ্চলে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। জানা যায়, এই মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসার পর মারা যান মোট ২১ জন। চিকিৎসাধীন রয়েছেন আরো ৫২ জন।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার তৌহিদ আলম সিদ্দিক সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের গীতা রাণী (২৫) এবং বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মকবুল হোসেনের (৭০) মৃত্যু হয়। এছাড়া ঐ রাতে লালমনিরহাটের রুমকি বেগম (২৭) নামে আরেক জনেরও মৃত্যু হয়।

উল্লেখ্য, রংপুর অঞ্চলে শুরু হওয়া শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কাহিল হয়ে পড়ে জনজীবন। কয়েকদিন ধরে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর