১৯ জানুয়ারি, ২০১৮ ১৭:৩২

টাঙ্গাইলে পৃথক মামলায় যুবকের ২০ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে পৃথক মামলায় যুবকের ২০ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলে অস্ত্র ও মাদক আইনে দু'টি পৃথক মামলায় এক যুবককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক মো. রবিউল হাসান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবক কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল্লাহেল কাফি (২৮)। অস্ত্র আইনে তাকে ১০ বছর ও অপর একটি মাদকদ্রব্য আইনে ১০ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দন্ডিত যুবক আব্দুলাহেল কাফিকে একটি অবৈধ পিস্তলসহ তাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করে। এবিষয়ে ২০১৬ সালের জুন মাসের ৩ তারিখে থানায় দু’টি পৃথক মামলা হয়। পরে আদালত এই সাজা দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আলমগীর খান মেনু।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর