১৯ জানুয়ারি, ২০১৮ ২০:৪৭

৯ বছর পর হাকিমপুর পৌর বিএনপির কাউন্সিল

দিনাজপুর প্রতিনিধি

৯ বছর পর হাকিমপুর পৌর বিএনপির কাউন্সিল

দীর্ঘ ৯ বছর পর পুলিশ প্রহরায় উৎসবের আমেজে দিনাজপুরের হাকিমপুর পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পরে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় বিএনপির নেতা কর্মীদের মাঝে চাঞ্চল্য লক্ষনীয় ছিল।

এতে সভাপতি পদে মোতালেব খান মিঠু ও সাধারণ সম্পাদক পদে নাজমুল হক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠনে হাকিমপুর ডিগ্রী কলেজ অডিটরিয়ামে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
কাউন্সিলে হাকিমপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বমোট ৭২০জন ভোটারেরর মধ্যে ৬৬৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে ১৪টি ও সাধারণ সম্পাদক পদে ১৬টি ভোট বাতিল হয়।

ত্রি-বার্ষিক কাউন্সিলে মোতালেব খান মিঠু সভাপতি, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ও রিপন হোসেন নির্বাচিত হয়েছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী, যুগ্ম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ফেরদৌস রহমান ও ফরিদ খান।
এর আগে শুক্রবার সকালে হাকিমপুর পৌর বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক।

হাকিমপুর পৌর বিএনপির বিদায়ী সভাপতি মোতালেব খান মিঠুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক কাউন্সিল প্রধান বক্তা ছিলেন দিনাজপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মিন্টু, আক্তারুজ্জামান মিয়া, রেজিনা ইসলাম, মোফাজ্জল হোসেন দুলাল, হাসানুজ্জামান উজ্জল, খালেকুজ্জামান বাবু প্রমুখ।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর