২০ জানুয়ারি, ২০১৮ ১৮:১৬

নোয়াখালীতে সিএইচসিপিএ কর্মীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে সিএইচসিপিএ কর্মীদের অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি

নোয়াখালীর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটসহ সকালে জেলার ২৬৪টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান করেছে সিএইচসিপি এসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আজ সকাল ৯টা থেকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন সদর উপজেলার ৩৯ জন সিএইচসিপি। কর্মসূচিতে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সদর উপজেলা শাখার সভাপতি মো. আলা উদ্দিন বাশার, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান রুবেল, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক করিমুল হক সুমন, প্রচার সম্পাদক বাহা উদ্দিন মাহমুদ প্রমুখ। 

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গ্রামীণ জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিরলস কাজ করে যাচ্ছে। তাই সিএইচসিপিদের চাকরি জাতীয়করণ করে কমিউনিটি ক্লিনিকের সফলতা ধরে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর